, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

মুজিব বর্ষে কুয়েতে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জিলিব নাইট রাইডার্স

প্রকাশ: ২০২০-১২-২৭ ১১:৩৪:৪৪ || আপডেট: ২০২০-১২-২৭ ১১:৩৪:৪৬

Spread the love

কুয়েতঃ বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, কুয়েত আয়োজিত এবং বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন জিলিব নাইট রাইডার্স।

শুক্রবার (২৫ ডিসেম্বর) কুয়েতের জিলিব ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত “মুজিব বর্ষ বিজয় দিবস কাপ ক্রিকেট টুর্নামেন্ট -২০২০” এর ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামান।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সাফাহ আল-মোল্লা, সুরক্ষা মহাপরিচালক ফারওয়ানিয়া গভর্নরেট অধিদপ্তর।

এছাড়াও ফারওয়ানিয়া জেলার উর্ধতন সরকারী কর্মকর্তা
ইঞ্জিনিয়ার মোঃ মুহম্মদ হুসেন সরখোহ, ফারওয়ানিয়া গভর্ণরেটের পৌরসভা শাখার পরিচালক মিসাদ আল-খারিং, পৌরসভার জেনারেল ক্লিনিং অ্যান্ড রোড ওয়ার্কস বিভাগের পরিচালক, কর্নেল ইব্রাহিম আবদুর রাজ্জাক আল-দাঈ।

জিলিব আল-শুইখ এরিয়ার কমান্ডার কর্নেল সোলিমান জাবের আল-সাদী, এরিয়া কমান্ডার মোহাম্মদ আল-নাসের, কাউন্সেলর আবদুল আজিজ জামাল আল জানাহী।

ক্রিকেট টুর্নামেন্টে দূতাবাসের জনাব নিয়াজ মোর্শেদ, প্রথম সচিব ও এইচওসি, জনাব মোহাম্মদ আবুল হোসেন কাউন্সেলর (শ্রম), জনাব হাসান মনিরুল মহিউদ্দিন, দ্বিতীয় সচিব এবং বাংলাদেশ দূতাবাস, কুয়েতের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশ কমিনিউটির প্রতিনিধিরা। #প্রেস বিজ্ঞপ্তি।

Logo-orginal