, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

রাঙ্গুনিয়ায় শেখ রাসেল ফুটবল একাডেমীর উদ্বোধন

প্রকাশ: ২০২০-১২-৩১ ২১:১৮:২২ || আপডেট: ২০২০-১২-৩১ ২১:১৮:২৪

Spread the love

ইসমাঈল হোসেন, রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়ায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে “শেখ রাসেল ফুটবল একাডেমী”র। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার পোমরা ইউনিয়নের পোমরা উচ্চ বিদ্যালয় মাঠে একাডেমীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই উপলক্ষে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী ক্রীড়া পরিষদের আহবায়ক আহম্মদ আলী নঈমী।

#প্রধান অতিথি ছিলেন সুখবিলাস ফিশারিজ এন্ড প্ল্যাান্টেশনের চেয়ারম্যান ক্রীড়ানুরাগী এরশাদ মাহমুদ। উদ্বোধক ছিলেন কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রতিষ্ঠতা আব্দুল করিম। স্বাগত বক্তব্যে দেন রাঙ্গুনিয়া শেখ রাসেল ফুটবল একাডেমীর প্রতিষ্ঠতা ও প্রধান পৃষ্ঠপোষক এমরুল করিম রাশেদ।

#বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন তালুকদার, জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, জসিম উদ্দিন শাহ, কাউছার নূর লিটন, ফারুক আহমেদ তালুকদার, হালিম আবদুল্লাহ, পৌরসভার কাউন্সিলর মো. সেলিম, জালাল উদ্দিন, নুরুল আবছার জসিম, আওয়ামী লীগ নেতা ছৈয়দুল আলম তালুকদার, মাস্টার মুসলিম উদ্দিন, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, শফিউল আলম, আমির হামজা, আবুল মনছুর মেম্বার, পোমরা স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা জোনাইদুল আলম চৌধুরী, সাঈদ মোহাম্মদ রণি, নাছিমুল আনোয়ার সাব্বির, সাইফুল ইসলাম চৌধুরী, পিপলু বড়ুয়া, নবীর হোসেন প্রমুখ।

#এদিকে শেখ রাসেল ফুটবল একাডেমীর উদ্বোধন উপলক্ষে আয়োজিত লাল দল বনাম সবুজ দলের মধ্যকার প্রীতি খেলায় ৩-০ গোলে সবুজদল বিজয়ী হয়। আনুষ্ঠানিক যাত্রা শুরু করা এই একাডেমীতে ইতিমধ্যেই বিভিন্ন বয়স ভিত্তিক ৫০ জন খেলোয়ার অন্তর্ভুক্ত হয়েছে। নব প্রতিষ্ঠিত এই একাডেমীর মাধ্যমে ফুটবলার তৈরিকরণ, নিয়মিত অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা অনুশীলন, বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন ও অংশগ্রহণসহ ফুটবলের উন্নয়নে বিভিন্নমূখী কার্যক্রম চালানো হবে বলে জানা যায়। ইতিমধ্যেই একাডেমিতে সংযুক্ত হয়েছেন অভিজ্ঞ ফিজিও থ্যারাপিষ্ট হাসান রাব্বি। ফুটবলারদের নিয়মিত প্রশিক্ষণ দেবেন এএফসির সি ক্যাটাগরির লাইসেন্স প্রাপ্ত প্রশিক্ষক আব্দুল সবুর, সহকারী প্রশিক্ষক মো. সেলিম।

Logo-orginal