admin
প্রকাশ: ২০২০-১২-৩১ ১৯:৫২:৫৪ || আপডেট: ২০২০-১২-৩১ ১৯:৫২:৫৭
RTM লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা পর্ব-২৪” আজকের বিষয় বিদায়ী ও নতুন বছরের মুসলমানের করণীয় শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন মক্কার উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশিষ্ট আলেমে দ্বীন ডঃ শাঈখ বশির উদ্দীন কাছেমী মক্কী।
আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর ২০২০) মধ্যপ্রাচ্য সময় সন্ধ্যা ৭.০০ টা এবং বাংলাদেশ সময় রাত ১০.০০ টায় লাইভ অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে আরটিএমের পেইজ Facebook.com/Rtmnews।
কুয়েত প্রবাসী বিশিষ্ট দ্বায়ী আবদুল হালিম খানের উপস্থাপনায় আজকের লাইভ অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করবেন কুয়েত প্রবাসী শাহ ওমর আলী।