admin
প্রকাশ: ২০২১-০১-২১ ২০:৫৬:২৪ || আপডেট: ২০২১-০১-২১ ২১:০১:৫৯
কুয়েতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে কুয়েতি ও প্রবাসীসহ ৫৭০ জন, সুস্থ হয়েছে ৪০৬ জন। তবে কোন মৃত্যু নেই ।
মোট আক্রান্ত হয়েছে ১৫৯,৮৩৪ জন।
মোট মৃতের সংখ্য ৯৫১ জন।
মোট সুস্থ হয়েছেন ১৫২,৮২৬ জন।
আজ বৃহস্পতিবার বিকেলে নিয়মিত সংবাদ ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করা হয় ।
গত ২৪ ঘন্টায় করোনা টেস্ট করা হয়েছে ১০,৭১২ জনকে, মোট টেস্টের সংখ্যা ১৪৩৬,১৯২ জন ।
নিয়মিত চিকিৎসাধীন আছে ৬০৫৭ জন এবং আইসিইঊতে আছেন ৫১ জন । #ফাইল ছবি ।