, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েত আগত ফ্লাইটে ৩৫ জন যাত্রী নির্ধারণ” বেকায়দায় প্রবাসীরা’

প্রকাশ: ২০২১-০১-২৫ ১২:০০:৫৬ || আপডেট: ২০২১-০১-২৫ ১২:০০:৫৮

Spread the love

কুয়েতে আগত প্রতি ফ্লাইটে ৩৫ জন যাত্রী নির্ধারণ করে দেওয়ায় বেশ কায়দায় পড়েছে আগত যাত্রীরা।

করোনা,রোধে আগত যাত্রীর সংখ্যা হ্রাস করার সিদ্ধান্ত নেওয়ার পর, নিষিদ্ধ দেশগুলি থেকে যারা আসছেন এবং ১৪ দিনের জন্য বিভিন্ন দেশে কোয়ারেন্টিন করেন, তারা সবচেয়ে বেশী বেকায়দায় পড়েছেন।

বিভিন্ন সুত্রের বরাতে আরব টাইমসে প্রকাশিত সংবাদে আরো বলা হয়েছে,কুয়েত প্রবেশে নিষিদ্ধের তালিকায় থাকা দেশগুলির বাসিন্দারা খুব অসুবিধায় পড়েছেন।

এয়ারলাইন্সের সীমিত আসন এবং কয়েক হাজার যাত্রীর টিকিট বাতিল হওয়ার কারণে আবারও পরিস্থিতি জটিল হয়েছে।

সূত্র জানিয়েছে যে ট্রানজিট ভ্রমণকারী বিদেশীদের এই সময়ের মধ্যে টিকিটের অভাবের কারণে অতিরিক্ত সময়ের জন্য ট্রানজিট দেশে থাকতে হবে।

আল কাবাসের সুত্রে জানাযায়, সিদ্ধান্তটি বাস্তবায়নের আগে কিছু বিদেশী কুয়েত আসার জন্য নতুন ট্রানজিট ভিসা নিয়ে ইথিওপিয়া এবং সৌদি আরব প্রবেশ করেছে।

অন্যদিকে, এমন পরিস্থিতিতে কুয়েত আসতে টিকিটের দাম বেড়ে ৮৫০ দিনারে পৌঁছেছে।

অন্যদিকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরটিতে প্রতিদিন এক হাজার যাত্রী অতিক্রম না করার সিদ্ধান্তের বাস্তবায়ন হয়েছে।

Logo-orginal