, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

admin admin

সৌদিআরবে খুলে দেওয়া হচ্ছে আকাশ, স্থল ও সমুদ্রপথ

প্রকাশ: ২০২১-০১-০৩ ১০:৩৬:০৩ || আপডেট: ২০২১-০১-০৩ ১২:১৩:২০

Spread the love

সৌদিআরবে খুলে দেওয়া হচ্ছে আকাশ, স্থল ও সমুদ্রপথ।

আজ রবিবার (৩ জানুয়ারী) সকাল ১১ টায় প্রথম খুলবে সীমান্তের স্থল বন্দর সমুদ্র বন্দর।

সৌদি প্রেস এজেন্সির বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। কাল থেকে শুরু হবে বিমানের বাণিজ্যিক ফ্লাইট ।
এর আগে নতুন করোনা প্রাদুর্ভাব রোধে সতর্কতামূলক সৌদি আরবে প্রবেশের জন্য সমস্ত আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত কার হয়েছিল । সতর্কতামূলক পদক্ষেপের সমাপ্তি আজ সকাল ১১টায় শেষ হয়েছে।

সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যসহ যেসব দেশে নতুন ধরনের বিস্তার হয়েছে, তাদের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকছে। সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে তাদের অন্তত ১৪ দিন এসব দেশের বাইরে থাকতে হবে।

আর মানবিক ও অপরিহার্য কারণে যেসব সৌদি নাগরিককে প্রবেশ করতে দেয়া হবে, পর্যবেক্ষণের জন্য তাদের ১৪ দিন বাড়িতে কোয়ারিন্টেনে অবস্থান করতে হবে।

আগামী কাল থেকে স্বাভাবিক ফ্লাইট পরিচালনা করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হবে সকল ফ্লাইটের অপারেশন এবং যাত্রীদের ২ কপি পিসিআর সনদ অবশ্য আনতে হবে ।

Logo-orginal