, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

admin admin

RTM লাইভ অনুষ্ঠানঃ রেমিট্যান্স যোদ্ধার স্বীকৃতি আদায়ে প্রবাসীদের করণীয়

প্রকাশ: ২০২১-০১-১৬ ১৭:৩১:০৩ || আপডেট: ২০২১-০১-১৬ ১৭:৩১:০৬

Spread the love

রেমিট্যান্স যোদ্ধার স্বীকৃতি” প্রবাসীদের প্রাণের দাবী, সরকারীভাবে স্বীকৃতি পায়নি আজও।

অথচ, রেমিট্যান্স যোদ্ধা হিসেবে প্রবাসীদের সম্মান জানায় সর্বস্তরের মানুষ।

একথা আজ প্রমানিত সত্য যে, দেশের অর্থনৈতিক ভিত্তির গোড়াপত্তনে বিশাল অবদান রেমিট্যান্স যোদ্ধাদের।

অথচ বিদেশের মাটিতে মারা গেলে চাঁদা তুলে দেশে পাঠাতে হয় তাদের মরদেহ।

প্রবাসীদের গুরুত্বপূর্ণ বিষয়টিকে সাংবিধানিক স্বীকৃতি আদায়ে বিভিন্ন কর্মসূচির অংশে আরটিএম নিউজ ও অনলাইন এক্টিভিটিস ফোরাম মিডল ইস্ট ( OFAM) যৌথ উদ্যোগে আজ শনিবার (১৬ জানুয়ারী) বিডি সময় রাত সাড়ে এগারোটায় লাইভ অনুষ্ঠান প্রচারিত হবে।

রেমিট্যান্স যোদ্ধার স্বীকৃতি আদায়ে করণীয় আজ গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বিশিষ্ট লেখক, সাংবাদিক আওয়ামী লীগ নেতা রউফ মাওলা, কুয়েত। বিশিষ্ট লেখক ও সাংবাদিক নুর মোহাম্মদ, দোহা কাতার।

একই বিষয়ে জোরালো বক্তব্য উপস্থাপন করবেন রেমিট্যান্স ফাইটার্স বাংলাদেশের (RFB) সভাপতি এম রহমান মাসুম, নিউইয়র্ক এবং সংগঠনটির যুগ্মসচিব ও অনলাইন এক্টিভিটিস ফোরামের সেক্রেটারি জেনারেল মিজান ফরহাদী।

আরটিএম মিডিয়ার ব্যবস্থাপনায় পুরো অনুষ্ঠানটিতে মডারেট হিসেবে থাকছেন আররিএম নিউজের নির্বাহী ও অনলাইন এক্টিভিটিস ফোরাম মিডল ইস্টের আহবায়ক আবুল কাশেম।

Logo-orginal