, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin admin

রাঙ্গুনিয়ায় সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় ৭০টি শিশু শিখন কেন্দ্র করছে ঢাকা আহ্ছানিয়া মিশন

প্রকাশ: ২০২১-০২-১৮ ১২:০২:৫৯ || আপডেট: ২০২১-০২-১৮ ১২:০৩:০০

Spread the love

বিদ্যালয়গামী অথচ ঝরেপড়া, সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের নিয়ে কাজ করা ঢাকা আহছানিয়া মিশন রাঙ্গুনিয়া উপজেলার অনুন্নত গ্রামে ৭০টি শিশু শিখন কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে। উপজেলায় মাল্টিগ্রেড পদ্ধতিতে ৭০টি কেন্দ্রের মাধ্যমে একযোগে চলবে শিশুদের ঝরেপড়া রোধে বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকা আহ্ছানিয়া মিশন রাঙ্গুনিয়া উপজেলার উদ্যোগে আয়োজিত অবহিতকরণ সভায় এই তথ্য জানানো হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক “আউট অব স্কুল চিলড্রেন” ২.৫ কর্মসূচি মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানানো হয়। রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। উপজেলা প্রোগ্রাম ম্যানেজার সানি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো চট্টগ্রাম জেলার এসিস্টেন্ট ডিরেক্টর জুলফিকার আমীন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা লায়লা বিলকিস, ঢাকা আহ্ছানিয়া মিশন চট্টগ্রাম জেলার প্রোগ্রাম ম্যানেজার এস এম কামরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না, বিআরডিবির চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরী, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো উপজেলা কো-অর্ডিনেটর মর্জিনা বেগম, শিক্ষক রঞ্জন বড়ুয়া, মো. ইউসুফ, আব্দুল গফুর প্রমুখ।

Logo-orginal