, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin admin

কারাগারে লেখক মুশতাক’র মৃত্যু” ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষোভ

প্রকাশ: ২০২১-০২-২৭ ১৪:০২:১৯ || আপডেট: ২০২১-০২-২৭ ১৪:০৪:০২

Spread the love

কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু ও আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদ এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছয়টি বাম সংগঠনের নেতাকর্মীরা।

আজ বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এরপর মিছিলটি শাহবাগ ঘুরে ফের টিএসসির দিকে চলে যায়। এসময় শাহবাগ থানার সামনে পুলিশের সতর্ক অবস্থান দেখা যায়।

বিক্ষোভ মিছিলে অংশ নেন ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশন, ছাত্রমৈত্রী, ছাত্র ইউনিয়নসহ ছয়টি বাম সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী।

মিছিল থেকে আন্দোলনকারীরা কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যু ও আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদ এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান। একইসঙ্গে কার্টুনিস্ট কিশোরের মুক্তির দাবি করেন।

গত বছরের ৬ মে মুশতাককে তার লালমাটিয়ার বাসা থেকে গ্রেপ্তার করার পর ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। বৃহস্পতিবার রাতে গাজীপুরের কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগারে মৃত্যু হয় ৫৩ বছর বয়সী মুশতাকের। সুত্রঃ মানবজমিন।

Logo-orginal