, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin admin

বঙ্গবন্ধুকে কটূক্তি’ তারেক রহমানকে দুই বছরের কারাদণ্ড

প্রকাশ: ২০২১-০২-০৪ ১৩:২১:২৭ || আপডেট: ২০২১-০২-০৪ ১৩:২২:১৯

Spread the love

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় নড়াইলে দায়ের করা মানহানি মামলায় বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নড়াইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-২ এর বিচারক আমাতুল মোর্শেদা এই আদেশ প্রদান করেন।

সরকার পক্ষে কৌঁসুলি সঞ্জিব কুমার বসু বলেন, রায়ে বাদী ও জেলা আওয়ামী লীগ সন্তুষ্ট। তিনি জানান, বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (জিয়া) ২০১৪ সালের ১৬ই ডিসেম্বর ইস্ট লন্ডনের এন্ট্রিয়াম ব্যাংক ওয়েট হলে বিএনপি আয়োজিত এক সমাবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন।

সেই সংবাদ দেশে প্রকাশিত হলে নড়াইলের বীর মুক্তিযোদ্ধা মো. শাহাজান বিশ্বাস বাদী হয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ মানহানি মামলা করেন। মামলায় তিনজন সাক্ষীর জবানবন্দি গ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন। সুত্র: মানবজমিন”

Logo-orginal