, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

আনসাং কভিড হিরো” হিসাবে সন্মাননা পেলেন ডাঃ মহিউদ্দিন মাসুম

প্রকাশ: ২০২১-০৩-১৩ ১৭:১১:১৪ || আপডেট: ২০২১-০৩-১৩ ১৭:১১:১৫

Spread the love

গতকাল ১২ মারচ চট্রগ্রামের অন্যতম ফ্যাশন ইনষ্টিটিউট ফ্যাশন জোন এর ২য় বছর পূর্তি অনুষ্ঠান হয়ে গেলো নগরীর লালখানবাজারস্থ শাইনিং আওয়ার স্কুলে।

অনুষ্ঠানে কেক কেটে অনুষ্ঠান শুরু করেন ১৪ নং লালখানবাজার ওয়ার্ড এর কাউন্সিলর আবুল হাসনাত বেলাল এবং মহিলা কাউন্সিলর আঞ্জুম আরা বেগম।এছাড়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন হাকিম এগ্রো ফার্ম এর চেয়ারম্যান জনাব শাহজাহান হাকিম।

এছাড়াও ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী,এরিয়া ৪৪ এর চেয়ারম্যান জনাব সায়েদ সালেকিন সারতাজ, মি,ওয়ার্ল্ড বাংলাদেশে মাহাদি হাসান ফাহিম,গার্লস পরায়োরিটি ওনার তাসনুভা আনোয়ার,সুপার মডেল অনন্যা সহ অন্যান্য মিডিয়া ব্যক্তিত্ত এবং ফ্যাশন জোন এর প্রতিষ্ঠাতা আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডাঃমহিউদ্দিন মাসুমকে “আনসাং কভিড-১৯ হিরো” হিসাবে সন্মাননা এবং সনদ দেয়া হয়।এছাড়া ফ্যাশন জোন এর সদস্য দের মাঝে সেরা মডেল এবং অন্যান্য কেটাগরিতে এওয়ার্ড দেয়া হয়।
অনুষ্ঠনের মূল আকর্ষণ মিঃ ওয়ার্ল্ড বাংলাদেশ ফাহিম কে তার সেরা অর্জন এর জন্য সন্মানিত করা হয়।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাজওয়ার নিজাম। অতিথিরা ফ্যাশন জোন এর সাফল্য কামনা করেন।

Logo-orginal