, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

ইসলাম প্রচারে বিশেষ ভূমিকা রাখায় রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হলেন মাওলানা তারেক জামিল

প্রকাশ: ২০২১-০৩-২৪ ১৪:০৬:৩১ || আপডেট: ২০২১-০৩-২৪ ১৪:০৬:৩৩

Spread the love

ইসলামাবাদ: বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় উপমহাদেশের প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব ও দায়ী আলেম মাওলানা তারেক জামিল বিশেষ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হয়েছেন।

গতকাল (২৩ মার্চ) মঙ্গলবার পাকিস্তান সরকারের পক্ষ থেকে তিনি এই সম্মাননা পান। খবর এক্সপ্রেস নিউজ ও জিও নিউজের।

জানা গেছে, ইসলামের প্রচার-প্রসার ও দেশের অগ্রগতিতে বিশেষ আবদানের জন্য দেশটির রাষ্ট্রপতি ডাঃ আরিফ আলভী মাওলানা তারিক জামিলকে এ সম্মাননা প্রদান করেন।

প্রসঙ্গত, গত বছরের ১৪ আগস্ট ঘোষণা করা হয়েছিল, মাওলানা তারিক জামিলসহ ১৮৪ জন ব্যক্তিত্বকে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সরকারের পক্ষ থেকে সিভিল অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

তবে, ঐতিহ্য অনুসারে ২৩ শে মার্চ পাকিস্তান দিবস উপলক্ষে এই ব্যক্তিত্বদের সম্মান জানানো হল।

সূত্র: জিও নিউজ ও এক্সপ্রেস নিউজ/ সোশ্যাল মিডিয়া।

Logo-orginal