, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে কারফিউ চলাকালীন মসজিদে যেতে পারবে মুস্ললীরা’

প্রকাশ: ২০২১-০৩-০৫ ১৭:৪৯:৪০ || আপডেট: ২০২১-০৩-০৫ ১৭:৪৯:৪১

Spread the love

কুয়েতে কারফিউ চলাকালীন মসজিদে নামাজ আদায় করতে পারবে মুস্ললীরা’ধর্ম মন্ত্রণালয়ের মসজিদ বিভাগ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে ।

কারফিউ চলাকালীন মসজিদগুলি বন্ধ করা হবে না, তবে মুস্ললীরা কেবল তাদের বাড়ির নিকটবর্তী মসজিদগুলিতে পায়ে হেঁটে যাওয়ার অনুমতি দেওয়া হবে ।

আওকাফ বিষয়ক মন্ত্রী ঈসা আল কান্ডারী আল কাবাস পত্রিকাকে বিষয়টি জানিয়েছেন।

আগামী রবিবার থেকে COVID-19 এর বিস্তারকে সীমাবদ্ধ করতে কার্যকর হবে ১২ ঘন্টার কারফিউ ।

বিকাল ৫ টায় শুরু হয়ে শেষ হবে ভোর ৫ টায়, এক মাসের জন্য কারফিউ কার্যকর হবে,দেশটিতে করোনভাইরাস মামলার তীব্রতার মধ্যে কুয়েতের নেওয়া একাধিক পদক্ষেপের মধ্যে এটি সর্বশেষ।

Logo-orginal