, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin admin

পশ্চিমবঙ্গে আবারো বাঙালীদের দিকে আঙ্গুল তুলে কথা বললেন মৌলবাদী অমিত শাহ

প্রকাশ: ২০২১-০৩-২১ ১৮:৩৫:০২ || আপডেট: ২০২১-০৩-২১ ১৮:৩৫:০৪

Spread the love

পশ্চিমবঙ্গে নির্বাচনী জনসমাবেশে বাংলাদেশীদের উদ্দেশ্যা আঙ্গুল তুলে কথা বললেন বিজেপির সভাপতি কট্টর হিন্দু মৌলবাদী নেতা অমিত শাহ, তিনি বলেন বিজেপি ক্ষমতায় এলে ৫ বছরের মধ্যে অনুপ্রবেশকারী মুক্ত করা হবে ।

ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোববার এক নির্বাচনী ভাষণে এ ঘোষণা দেন, তার এমন বক্তব্যকে মৌলবাদী হিন্দুরা খুশি হলেও, অখুশি এপার ওপারের বাঙ্গালীরা ।

তৃণমূলকে তীব্র আক্রমণ করে অমিত শাহ বলেন, ‘বিজেপি সরকার ক্ষমতায় এলে কাটমানি দিতে হবে না। পাঁচ বছরে বাংলাকে অনুপ্রবেশকারী মুক্ত করব। মমতা দিদি চান ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে। মোদীজি চান সোনার বাংলা তৈরি করতে।’

শাহের আক্রমণ, ‘বাংলায় দুর্গাপুজো করার জন্য সাধারণ মানুষকে আদালতে যেতে হয়। বাংলায় বিজেপি এলে দুর্গাপুজো, সরস্বতীপুজো কেউ আটকাতে পারবে না।’

Logo-orginal