, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

admin admin

মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় ১৩ পুলিশ নিহত’

প্রকাশ: ২০২১-০৩-১৯ ১৮:১০:২৭ || আপডেট: ২০২১-০৩-১৯ ১৮:১০:২৯

Spread the love

মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৩ পুলিশ নিহত হয়েছেন। দেশটির কৌটেপেক হ্যারিনাস পৌরসভার এললানো গ্রান্ডি এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহরে প্রকাশ্যে দিনের আলোতে হামলা চালায় সংঘবদ্ধ বন্দুকধারীরা। গতকাল বৃহস্পতিবারের এ ঘটনার সময় পুলিশ এলাকাটিতে টহল দিচ্ছিল। খবর বিবিসির।

জানা গেছে, একটি ওয়ারেন্ট নিয়ে প্রায় পাঁচটি গাড়িতে করে ৪২ জন অফিসারকে পাঠিয়েছিলো মেক্সিকো পুলিশ কর্তৃপক্ষ। কিন্তু যাত্রাপথেই ওঁৎ পেতে থাকা অন্তত ৩০ জন মাদক কারবারি একে-৪৭ ও স্নাইপার রাইফেল নিয়ে পুলিশ সদস্যসের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই ১৩ জন পুলসিহ সদস্য প্রাণ হারান।

যেখানে হামলাটি হয়েছে, সেটি মেক্সিকো সিটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ও তোলুকা শহরের দক্ষিণ দিকে অবস্থিত। গণমাধ্যমকে মন্ত্রী বলেন, এই হামলা মেক্সিকোর জন্য লজ্জার। আইনের সমর্থনে সর্বশক্তি নিয়ে আমরা এই হামলার জবাব দেব। হামলাকারীদের খুঁজে বের করতে মেক্সিকোর ন্যাশনাল ও সশস্ত্র বাহিনী তল্লাশি চালাচ্ছে।
সুত্রঃ বিডি-প্রতিদিন ।

Logo-orginal