, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

Mohammad Juniad Mohammad Juniad

উখিয়ায় সড়ক দূর্ঘটনায় প্রাণ হারানো তরুণ আহসান উল্লাহ’র নামে সড়ক নামকরণ

প্রকাশ: ২০২১-০৪-১৩ ১৭:১৮:৫৬ || আপডেট: ২০২১-০৪-১৩ ১৭:১৮:৫৮

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ-

কক্সবাজারের উখিয়ায় সড়ক দূর্ঘটনায় অকাল প্রয়াত তরুণ আহসান উল্লাহ’র নামে সড়কের নামকরণ করা হয়েছে।
রবিবার বিকেলে, রাজাপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের পুর্ব তুতুরবিল এলাকার রাবার ড্রামের উত্তর পাশে খালকাঁচা পাড় হয়ে নিহত আহসান উল্লাহর বাড়ী সংলগ্ন পর্যন্ত নামকরণ কৃত “আহসান উল্লাহ ” সড়ক চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

রাজাপালং ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় নির্মিত এ সড়কের উদ্বোধন করেন রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী।

জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, “তরুণ মেধাবী আহসান উল্লাহ’র স্মৃতি ধরে রাখতে এলাকাবাসীর আগ্রহের কারণে সড়কের নাম তার নামে রাখা হয়েছে”।

আহসানের এলাকার বাসিন্দারা জানান, এলাকায় উদ্যমী সম্ভাবনাময় তরুণ হিসেবে পরিচিত ছিলো আহসান উল্লাহ। ১নং ওয়ার্ডের ইউপি সদস্য বলেন, ” মেধাবী এই তরুণের মৃত্যু অপূরণীয়, তার অকাল প্রয়াণে শোকাহত এলাকাবাসী স্মৃতি ধরে সড়কের নাম তার নামে করতে প্রস্তাব করেছে”।

আহসান উল্লাহ’র বোন তসলিমা আক্তার রুমানা পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ” আমাদের চার বোনের এক ভাই আহসান উল্লাহ, এই রাস্তাদিয়েই তার নিয়মিত যাতায়াত ছিলো। আজকে তার নামে এই সড়ক নামকরণ করায় আমার পরিবার কৃতজ্ঞ”

প্রসঙ্গত, গত ১৯ ই জানুয়ারি কক্সবাজার- টেকনাফ মহাসড়কে এক মর্মান্তিক দূর্ঘটনায় প্রাণ হারান আহসান উল্লাহ।

Logo-orginal