, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে একামা সংশোধন করার সময় বেড়েছে ১৫ মে পর্যন্ত,

প্রকাশ: ২০২১-০৪-১৬ ০৭:৫৩:১৮ || আপডেট: ২০২১-০৪-১৬ ০৭:৫৩:২০

Spread the love

কুয়েতে সময় বেড়েছে একামা সংশোধনের, স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তামের আল আলী আবাসন আইন লঙ্ঘনকারীদের একামা সংশোধন করার সময়সীমা বাড়ানোর জন্য ২০২১ সালের ২১১ নং মন্ত্রীর সিদ্ধান্ত জারি করেন।

এই সিদ্ধান্তটি আরও বেশি সময় দেওয়া হল, যারা অবৈধভাবে আছে, অতিরিক্ত সময়সীমা পেয়েও তাদের একামা সংশোধন করতে পারেনি।

কুনার বরাত দিয়ে আরব টাইমস বিষয়টি নিশ্চিত করে জানান, আবাসনের লঙ্ঘনকারীদের স্থিতি সংশোধন করার সময়সীমা ১৫ এপ্রিল থেকে ১৫ মে ২০২১ অবধি বাড়ানো হয়েছে।

তবে এরপরও যদি কেউ আবাসনের আইন লঙ্ঘন করে এবং একামা সংশোধন না করে, তাকে জরিমানা দ্বারা শাস্তি দেওয়া হবে এবং একামা নবায়নের অনুমতি দেওয়া হবে না।

যারা একামা সংশোধন করতে ব্যর্থ হলে তাকে দেশ থেকে নির্বাসন দেওয়া হবে এবং আবার ফিরে আসতে পারবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবাসনের লঙ্ঘনকারীদের এই সুযোগটি গ্রহণ করার এবং সময়সীমা শেষ হওয়ার আগে তাদের আবাসনের স্থিতি সংশোধন করার আহ্বান জানিয়েছে।

Logo-orginal