, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

admin admin

দেশে করোনায় আরো ১০২ জনের মৃত্যু’ শনাক্ত ৩৬৯৮জন।

প্রকাশ: ২০২১-০৪-১৮ ১৮:৩৩:৩০ || আপডেট: ২০২১-০৪-১৮ ১৮:৩৩:৩২

Spread the love

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১০২ জনের মৃত্যু হয়েছে। একদিনে এটা সর্বোচ্চ মৃত্যু। গতকাল ও পরশু এই সংখ্যা ছিল ১০১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৩৮৫ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৩৬৯৮জন।

মোট শনাক্ত ৭ লাখ ১৮হাজার ৯৫০জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৬ হাজার ১২১জন এবং এখন পর্যন্ত ৬ লাখ ১৪ হাজার ৯৩৬জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ২৫৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৮হাজার ৯২৮টি নমুনা সংগ্রহ এবং ১৯হাজার ৪০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫১লাখ ৭০হাজার৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক শূন্য ৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৫৩শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
সুত্রঃ মানবজমিন ।

Logo-orginal