admin
প্রকাশ: ২০২৩-০২-২৪ ১৮:৫৯:৪৫ || আপডেট: ২০২৩-০২-২৪ ১৮:৫৯:৪৮
দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ণকেপ প্রদেশের বেফুর্ট ওয়েস্ট শহরের অদূরে লোকানকা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশু সন্তান সহ পাঁচ প্রবাসী বাংলাদেশী নি’হ’ত হয়েছেন( ইন্নালিল্লাহি….. রাজিউন)।
নিহতদের পরিচয় হলো- আবুল হোসেন (৪৫) ও তার সন্তান নাদিম হোসেন (১০), রাজু আহমেদ (৩৪), ঈসমাইল হোসেন (৩৮) এবং মোস্তফা কামাল (৪০)। এদের সবার দেশের বাড়ি ফেনী জেলার সদর উপজেলা এবং দাগনভুইয়া উপজেলায় বলে জানা গেছে।
গুরুতর আহতদের মধ্যে রয়েছেন বাংলাদেশগামী যাত্রী আনিসুল হক মিলন (৩৮)এর বাড়ি ফেনীর দাগনভূঞায় এবং নাহিদ আহমেদ (৩৫)এর বাড়ি গোপালগঞ্জ জেলায়।