, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

Avatar rtm

শেখ হাসিনার আন্তরিকতায় ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যুগোপযোগী সংস্কার হচ্ছে- এমপি নজরুল

প্রকাশ: ২০১৮-০৪-২৩ ১৯:০২:৩০ || আপডেট: ২০১৮-০৪-২৩ ১৯:০৩:২৪

Spread the love
শেখ হাসিনার আন্তরিকতায় দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যুগোপযোগী সংস্কার হচ্ছে- এমপি নজরুল

আরটিএমনিউজ২৪ডটকম: গত ২২ এপ্রিল রোববার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া ইছা পুকুর জামে মসজিদের বার্ষিক সভা আলহাজ্ব মাওলানা বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সাংসদ বলেন, দেশরত্ন শেখ হাসিনার আন্তরিক সুদৃষ্টিতে দেশের প্রত্যেক ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যুগোপযোগী সংস্কার ও সম্প্রসারণ হচ্ছে। প্রধানমন্ত্রী বিভিন্ন ধর্মীয় উপসানালয়গুলোর জন্য প্রয়োজনীয় বরাদ্দ দিচ্ছেন, সারা বাংলাদেশে প্রায় সাডে পাঁচশত মডেল মসজিদ নির্মিত হচ্ছে যা ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণ করবে। মাননীয় প্রধানমন্ত্রী আলেম ওলামাদের প্রতি শ্রদ্ধাশীল। তিনি দেশের সকল আলেমদের যুগোপযোগী দক্ষ নাগরিক হিসেবে গডে তুলতে কওমী মাদ্রাসার সনদ প্রদানসহ আলেম-ওলামা ও ধর্মীয় স্বার্থে বিভিন্ন মেগা প্রকল্প হাতে নিয়েছেন এবং তা বাস্তবায়ন করে চলেছেন। তিনি আগামী নির্বাচনে দেশের উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান এবং আন্ধার মানিক সড়ক দ্রুত সময়ের মধ্যে পাকা করণের প্রতিশ্রুতি দেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌর মেয়র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের, কেঁওচিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মনির আহমদ, মাস্টার সিরাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার মোঃ ইউনূচ, ছদাহা ইউপি চেয়ারম্যান মোসাদ হোসাইন চৌধুরী, মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা ইউনূচ মেম্বার, আলহাজ্ব আইয়ুব,আবু ছালেহ মুন্সি, মোহাম্মদ হোসাইন, আবুল হাসেম, নাজিম উদ্দীন, জসীম উদ্দীন, নাছির উদ্দীন, মনির কোং, ফরিদ উদ্দীন, ওসমান গনি, রফিক উদ্দীন, শাহাব উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের যু্গ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সালাহ উদ্দীন জুয়েল, সাইফুদ্দীন হাসান ভুট্টু প্রমুখ।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী ও অর্থ সম্পাদক এনামুল হকের যৌথ সঞ্চালনায় এতে প্রধান ওয়ায়েজ হিসেবে তকরীর পেশ করেন বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশের প্রধান মুবাল্লিগ বিশিষ্ট আলেমে দীন আলহাজ্ব মাওলানা কাজী শিহাব উদ্দীন।

বিশেষ ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন কেরানীহাট ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মাহমুদুল হক আনছারী, অত্র মসজিদের খতিব মাওলানা আবুল হোসাইন, সাতকানিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মাওলানা এটিএম নোমান, মাওলানা আব্দুল আওয়াল প্রমুখ।

Logo-orginal