, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

বিশ্বের দীর্ঘতম সেতু

প্রকাশ: ২০১৫-০৫-৩০ ০৬:১৫:০২ || আপডেট: ২০১৫-০৫-৩০ ০৬:১৫:০২

Spread the love

kids_BG_876058575পানির উপর দিয়ে সহজে যাতায়াতের প্রধান ও সহজ মাধ্যম সেতু। সাধারণত অল্প দূরত্ব পাড়ি দিতেই সেতু নির্মিত হয়। দূরত্ব খুব বেশি হলে নৌকা, ট্রলার, ফেরি, জাহাজ বা লঞ্চে পাড়ি দেওয়া হয়। তার মানে কিন্তু এই নয় যে দীর্ঘ নদীর উপরে অনেক লম্বা একটা সেতু থাকতে পারে না।

বিশ্বের সবচেয়ে দীর্ঘ সেতুটার দৈর্ঘ্য কত জানো? ১৬৫ কিলোমিটার!
বিশ্বের দীর্ঘতম এ সেতুটার নাম দানইয়াং কুনশান গ্র্যান্ড ব্রিজ। এটা চীনের বেইজিং-সাংহাই হাই-স্পিড রেইলওয়ের একটি অংশ। ২০১১ সালের জুন মাসে সেতুটি উন্মুক্ত করা হয়।

প্রায় ১৬৫ কিলোমিটার (১০২.৪ মাইল) দীর্ঘ এ সেতুটি তৈরি করতে সময় লেগেছে চার বছর। ১০ হাজার শ্রমিক সেতুর নির্মাণকাজে জড়িত ছিলো। সেতুটি তৈরি করতে খরচ হয়েছে ৮.৫ বিলিয়ন ডলার।

এখনো পর্যন্ত গিনেস বুক অব ওয়ার্ল্ডস রেকর্ডসে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সেতুর স্থানটা দখল করে আছে দানইয়াং কুনশান গ্র্যান্ড ব্রিজ।

Logo-orginal