, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

jamil Ahamed jamil Ahamed

কুয়েতে ফেব্রুয়ারি মাসে যাদের একামা শেষ, তাদেরকে সাধারণ ক্ষমায় চলে যাওয়ার পরামর্শ

প্রকাশ: ২০২০-০৪-১৮ ১২:১১:২৫ || আপডেট: ২০২০-০৪-১৮ ১২:১১:২৬

Spread the love

কুয়েতে গত ফেব্রুয়ারি মাসে যাদের একামা শেষ হয়েছে, কিন্তু নবায়ন করেনি, তাদের একামা আর নবায়ন করা যাবেনা ।

ফেব্রুয়ারি মাসে একামা শেষ হওয়া সকল বিদেশী নাগরিকের পুনরায় একামা নবায়নে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমিগ্রেশান বিভাগ ।

গতকাল ইংরেজি দৈনিক আরব টাইমসে প্রকাশিত সংবাদে আরো জানাযায়, যাদের একামা মার্চের আগে শেষ হয়েছে, তাদেরকে চলমান সাধারণ ক্ষমায় নিজে দেশে চলে যেতে হবে ।

যদি তারা সাধারণ ক্ষমা গ্রহণ করে, সেক্ষত্রে নতুন ভিসায় কুয়েত প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছে কতৃপক্ষ ।

সংশ্লিষ্ট সুত্রে বরাত দিয়ে আরব টাইমস জানিয়েছে, ফেব্রুয়ারি মাসে শেষ হওয়া একামা নবায়নের সিস্টেমে ব্লক করে দেওয়া হয়েছে, বলা হয়েছে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করে কুয়েত ত্যাগ করা তাদের জন্য উত্তম ।

Logo-orginal