, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

কুয়েতের কারফিউ কার্ড সংগ্রহের শেষ সময় বুধবার

প্রকাশ: ২০২০-০৩-২৯ ২০:৫৯:৫৪ || আপডেট: ২০২০-০৩-২৯ ২১:২৬:৫১

Spread the love

কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে আগামী বুধবারের মধ্যে কারফিউ সময় চলাচলের অনুমতি বা কার্ড সংগ্রহ করিতে হইবে ।

রবিবার (২৯ মার্চ) এই ঘোষণা দেয় কতৃপক্ষ, মন্ত্রণালয় জানিয়েছে সম্প্রতি জারি করা সকল কার্ডগুলি গ্রহণের বুধবার হবে শেষ দিন ।

কুয়েতে জরুরী অবস্থা বা কারফিউ চলাকালীন সময়ে অনুমোদিত কার্ডের অপব্যবহার রোধের লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে মন্ত্রণালয় ।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, কার্ডের জন্য আবেদনকারী যারা শর্ত পূরণ করেছে, তাদের জন্য মন্ত্রণালয় একটি ডিজিটাল বারকোড সিস্টেম ব্যবহার করবে, যাহা আগামী বৃহস্পতিবার থেকে চালু হবে ।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে কারফিউয়ের সময় অনুমতি সাপেক্ষে চলাচলকারী যোগ্য লোকদের মোবাইল ফোনে একটি বারকোড পাঠানো হবে, মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপের উদ্দেশ্য কারচুপি এবং অনুমতির অপব্যবহার বন্ধ করা।

প্রসঙ্গত, প্রাণঘাতী করোনাভাইরাস রোধে গত ২১ শে মার্চ থেক কুয়েত সরকার বিকেল ৫ টা থেকে সকাল ৪টা পর্যন্ত অনির্দিষ্টকালের কারফিউ জারি করে ।

যাহা পরর্বতী নোটিশ জারী না করা পর্যন্ত জারি থাকিবে । সূত্রঃ কুনা ।

Logo-orginal