, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

admin admin

কাল খুলে দেওয়া হবে কুয়েতে দৃষ্টিনন্দন বিশ্বের দীর্ঘতম সেতু

প্রকাশ: ২০১৯-০৪-৩০ ১৪:৩৪:২০ || আপডেট: ২০১৯-০৪-৩০ ১৪:৩৪:২০

Spread the love

কুয়েত সিটিঃ কাল বুধবার খুলে দেওয়া হবে কুয়েতে দৃষ্টিনন্দন বিশ্বের দীর্ঘতম সেতু শেখ জাবের কসওয়ে।

কুয়েত সিটি থেকে সুবাইয়া ও বুবাইয়ান নামে দেশটির উপকূলীয় শহরের সঙ্গে যুক্ত হবে বিশ্বের সর্বোচ্চ দীর্ঘ এ সেতুটি।

আগামীকাল বুধবার (১ মে) সকাল ১০ টায় দেশটির আমীর শেখ সাবাহ আহমদ জাবের আল সাবাহ এ সেতুর আনুষ্ঠানিক উদ্ভোধন ঘোষণা করিবেন।

বিশ্বের দীর্ঘতম এই সেতু নির্মাণে খরচ হচ্ছে ২.৬ বিলিয়ন ডলার।

সেতুর দুই পাশে দুই বন্দর, প্রশাসন ভবন ও দর্শক কেন্দ্র সব মিলে ১৫ লাখ বর্গমিটার জমির উপর এটি নির্মিত । 

সেতুটির নাম দেয়া হয়েছে শেখ জাবের কসওয়ে। দক্ষিণ কোরিয়ার হুন্দাই ইঞ্জিনিয়ারি এন্ড কনস্ট্রাকশন কোম্পানি এটি নির্মাণ করছে। ৬ বছর লাগছে সেতুটি নির্মাণ করতে। সেতুটির মোট দৈর্ঘ হচ্ছে ৪৮.৫৩ কিলোমিটার যা চীনের কিনডাওয়ের হাইওয়ান সেতুর চেয়ে ৭ কিলোমিটার বেশি দীর্ঘ। 

আশাকরা হচ্ছে সেতুটি কুয়েতের অর্থননৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখিবে।

একে/৩০৪১৯

Logo-orginal