, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

admin admin

কুয়েতে আটকে পড়া প্রবাসীদের যেসব দেশ ফেরত নেবে না, তাদের সাহায্য বন্ধ করা হোক

প্রকাশ: ২০২০-০৫-০৪ ১৭:০১:২১ || আপডেট: ২০২০-০৫-০৪ ১৭:৪৭:২৪

Spread the love

কুয়েত থেকে যেসব দেশ তাদের নাগরিকদের ফেরত নিতে গড়মসি করছে, তাদের বিরুদ্ধে সোচ্চার কুয়েতের সাংসদরা।

সোমবার (৪ মে) নিজেদের টুইট একাউন্ট ও মিডিয়ার সাথে আলাপে বেশ সোচ্চার দেখা গেছে সাংসদ মোহাম্মদ আল হাইফ ও আবদুল করীম আল কান্দারী।

কুয়েতি সাংসদরা সরকারে বলেছেন জরুরী ভিত্তিতে সকল প্রকার সহযোগিতা ও কুয়েত এবং আরব ফান্ডের কার্যক্রম বন্ধ করে দিতে, যে সব দেশ কুয়েত থেকে তাদের নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করে।

দুই সাংসদ সেসব দেশ থেকে শ্রমিক গ্রহণ বন্ধ রাখার উপরও জোর দিয়েছেন ।

এইদিকে গতরাতে কাবাদের অস্থায়ী নির্বাসন কেন্দ্রে দেশে যেতে বিক্ষোভ করেছে মিশরীয় নাগরিকরা, তাদের দমনে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ ও কয়েকজনকে আটক করে ।

সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে প্রায় ২৮,০০০ প্রবাসী অস্থায়ী নির্বাসন কেন্দ্রে আটক অবস্থায় আছে, যাদের মধ্যে প্রায় ৬,০০০ বাংলাদেশী রয়েছে।

Logo-orginal