, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

দুদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন নরেন্দ্র মোদী

প্রকাশ: ২০১৫-০৬-০৬ ০৮:০৮:৩৫ || আপডেট: ২০১৫-০৬-০৬ ০৮:০৮:৩৫

Spread the love

শেয়ার করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার সকাল দশটার কিছু পরে ঢাকায় এসে পৌঁছেছেন।
দুদিনের সফরে প্রথমবারের মতো ঢাকা এলেন।
বিমানবন্দর থেকে তার সরাসরি সাভারে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবার কথা।
তার এই সফরে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি চুক্তি এবং সমঝোতা সাক্ষর হওয়ার কথা রয়েছে।
নরেন্দ্র মোদীর এই সফরে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে সীমান্ত চুক্তি সাক্ষরের বিষয়টি।
এছাড়া পারস্পরিক যোগাযোগ, অর্থনৈতিক আর অবকাঠামো সহযোগিতাসহ কুড়িটি চুক্তি, সমঝোতা স্মারক আর সম্মতিপত্র সাক্ষরের কথা রয়েছে।
আজ দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে। তবে চুক্তির বিষয়ে বিস্তারিত জানানো হবে রবিবার এক যৌথ ঘোষণায়।
বাংলাদেশের রাষ্ট্রপতি, বিরোধী দলীয় নেতা আর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গেও মি. মোদীর বৈঠক করার কথা রয়েছে।
৮১ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিচ্ছে এই সফরে, তবে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শুক্রবার রাতেই বাংলাদেশে এসে পৌঁছেছেন।বিবিসি।

Logo-orginal