, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

অবৈধ শ্রমিকদের জন্য সাধারণ ক্ষমা বাহরাইনে

প্রকাশ: ২০১৫-০৬-২৯ ১৪:৩৩:১৪ || আপডেট: ২০১৫-০৬-২৯ ১৪:৩৩:১৪

Spread the love

আরটিএমনিউজ২৪ডটকম বাহরাইন: অবৈধ শ্রমিকদের জন্য ৬ মাসের সাধারণ ক্ষমা ঘোষণা দিয়েছে বাহরাইন সরকার।

এ সময়ের মধ্যে অবৈধ শ্রমিকেরা কোন জরিমানা না দিয়েই নিজ নিজ দেশে ফেরত যেতে পারবেন। অথবা বৈধতা করিয়ে নিতে পারবেন। সাধারন ক্ষমার মেয়াদ শুরু হচ্ছে ১লা জুলাই থেকে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।

শনিবার বাহরাইনের সরকার সাধারন ক্ষমার ঘোষণা দেয়। বাহরাইনের লেবার মার্কেট রেগুলেটর অথরিটি (এলএমআরএ)-এর শীর্ষ নির্বাহী কর্মকর্তা আউসামাহ আল আবসি বলেন, ১লা জুলাই থেকে ৩১শে ডিসেম্বরের মধ্যে অবৈধ শ্রমিকরা যোগ্যতার নিরিখে বৈধ নিয়োগ অর্জন করতে পারেন অথবা কোন প্রকার শাস্তি , জরিমানা ছাড়াই তাদের দেশে ফেরত যেতে পারেন।

এক বিবৃতিতে আল আবসি বলেন, বিভিন্ন দেশের হাজার হাজার শ্রমিক এ সাধারণ ক্ষমা থেকে উপকৃত হবে। তাদের অবস্থান সংশোধন করে নেয়ার জন্য আমরা এ সুযোগ দিচ্ছি।

আমাদের লক্ষ্য হলো যতজনকে সম্ভব কোন প্রকার খরচ ছাড়া নতুন করে শুরু করার সুযোগ দেয়া। উল্লেখ্য, বাহরাইন এর আগে ২০০৭ এবং ২০১০ সালে এমন সাধারন ক্ষমার ঘোষণা দিয়েছি। দুবারই হাজার হাজার অনিবন্ধিত অভিবাসী শ্রমিক বাহরাইন ছেড়ে নিজ নিজ দেশে ফিরে যায়।

আরটিএমনিউজ২৪ডটকম/এ কে

Logo-orginal