, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

কুড়িগ্রামে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ২ শতাধিক ঘরবাড়ি

প্রকাশ: ২০১৫-০৬-০৯ ০৫:০৯:৫৩ || আপডেট: ২০১৫-০৬-০৯ ০৫:০৯:৫৩

Spread the love

জেলা প্রতিনিধি, আরটিএমনিউজ২৪ডটকম

ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ভূরুঙ্গামারী

কুড়িগ্রাম:ঘূর্ণিঝড়ে  লণ্ডভণ্ড হয়ে গেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর শতাধিক বাড়িঘর ও দোকানপাট। এতে আহত হয়েছের অন্তত ৩০ জন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে।

সোমবার রাত সাড়ে ৩টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া ও সোনাহাট ইউনিয়নের গনাইরকুটি গ্রামসহ বঙ্গসোনাহাট ব্রিজ পাড় এলাকায় ঘূর্ণিঝড়টি আঘাত হানে।

ঝড়ে মুহূর্তের মধ্যে মাটিতে মিশে যায় বাড়িঘরসহ দোকানপাট। বাড়ির টিন উড়ে গিয়ে পড়ে যত্রতত্র। এতে কমবেশি আহত হন অন্তত ৩০ জন। সকালে আশপাশের লোকজন এসে দেখেন খোলা আকাশের নিচে অবস্থান করছে শতাধিক গৃহহীন পরিবার। সকালে স্থানীয় রাজনীতিকরা ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও খিচুড়ি বিতরণ করেছেন।

ভুরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) আবু হায়াত মো. রহমতুল্লা আরটিএমনিউজ২৪ডটকমকে  জানান, দুর্গতদের মাঝে জিআর তহবিল থেকে পরিবার প্রতি ৩০ কেজি চাল প্রদান করা হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে পনর্বাসনের জন্য জেলা প্রশাসকের কাছে পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে।

Logo-orginal