, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

টেকনাফে মানবপাচারকারীদের মধ্যে বন্দুকযুদ্ধ : নিহত ১

প্রকাশ: ২০১৫-০৬-০৮ ০৭:২০:০৯ || আপডেট: ২০১৫-০৬-০৮ ০৭:২০:০৯

Spread the love

আরটিএম চট্টগ্রাম: কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারী সিন্ডিকেটের দু’গ্রুপের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা শরণার্থী শিবিরের মানবপাচারকারী সিন্ডিকেটের গডফাদার আমানউল্লাহ আনু (৩০) নিহত হয়েছে।

সোমবার ভোররাত ৬ টার দিকে টেকনাফের হ্নীলা আলীখালী মধুমতি ফিল্ড সংলগ্ন এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, মানবপাচারকারী দু’গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ঘটনাস্থল হতে একটি পরিত্যক্ত লাশ উদ্ধার করে। পরে লাশ সনাক্ত করে জানা গেছে, তিনি নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের আন্তর্জাতিক মানব পাচারকারী সিন্ডিকেটের গডফাদার মো. শরীফের পুত্র আমান উল¬াহ (৩০) প্রকাশ আনু। তার বিরুদ্ধে ৬টি মামলা ছিল।
পুলিশ লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এই ব্যাপারে তদন্ত স্বাপেক্ষে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে টেকনাফ মডেল থানার ওসি আতাউর রহমান খোন্দকার জানান।শীর্ষ নিউজ,

Logo-orginal