, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

তুরস্কের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী সুলায়মান ডেমিরেল’র ইন্তেকাল

প্রকাশ: ২০১৫-০৬-১৭ ১২:১৯:৫৯ || আপডেট: ২০১৫-০৬-১৭ ২০:২৩:২৯

Spread the love

turosko

আরটিএমনিউজ২৪ডটকম ইন্টাঃ ডেস্ক : তুরস্কের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী সুলায়মান ডেমিরেল মারা গেছেন। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে তুরস্কের রাজনীতির প্রভাবশালী ব্যক্তি ডেমিরেল ৯০ বছর বয়সে বুধবার মারা যান।

বেসরকারি আংকারা হাসপাতালের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাতোলিয়ার খবরে বলা হয়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সুলায়মান মারা গেছেন। তিনি আংকারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সুলায়মান ১৯৬০, ১৯৭০ ও পরে ১৯৯০’র দশকের বিভিন্ন সময়ে তুরস্কের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর তিনি ১৯৯৩ থেকে ২০০০ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন।

আরটিএমনিউজ২৪ডটকম /এ এইচ বি

 

Logo-orginal