, সোমবার, ৬ মে ২০২৪

Avatar n_carcellar1957

নদী ভাঙ্গনের কবলে সাতকানিয়ার চরতি ইউনিয়নের বাসিন্দারা

প্রকাশ: ২০১৫-০৬-২৬ ১৪:৫৯:১৬ || আপডেট: ২০১৫-০৬-২৬ ১৪:৫৯:১৬

Spread the love

rtmnews24.com

আরটিএমনিউজ২৪ডটকম, নুরুল মোস্তাফা চৌং ,সাতকানিয়া প্রতিনিধি : চট্টগ্রামে কয়েকদিনের টানা বর্ষণে  পানিবন্দি হয়ে পড়েছে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার লক্ষাধিক মানুষ। এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া শঙ্খ  নদীর ভাঙনে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বসত ঘরে পানি ঢুকে পড়ায় এসব এলাকার অনেক মানুষ অন্যত্র আশ্রয় নিতে বাধ্য ।
প্রায় শতাধিক বসতঘর শঙ্খ  নদীর পানিতে ডুবে গেছে। এলাকার বসতবাড়ি হারানো মানুষগুলো অত্যন্ত মানবেতর দিনযাপন করছে।

11403363_761094710667151_7743374720358451963_nচরতির বাসিন্দা  মোঃ হানিফ চৌং বলেন, এই এলাকার প্রায় ত্রিশ হাজারের অধিক মানুষ পানিবন্দি। গত চার দিনে দক্ষিণ চরতী, মধ্যম চরতী, উত্তর তুলাতলী, ব্রাহ্মণ ডেঙ্গা ,দুরদূরি এলাকার শতাধিক বসতবাড়ি শঙ্খ নদী গর্ভে হারিয়ে গেছে। মানবেতর জীবনযাপন করছে এসব মানুষ। এখনো পযর্ন্ত দূর্গত এলাকায় সরকারিভাবে কোন ত্রাণ সামগ্রী আসেনি।

আরটিএমনিউজ২৪ডটকম/এন এ কে

Logo-orginal