, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

নির্বাচিত সরকার থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হতো না: বিএনপি

প্রকাশ: ২০১৫-০৬-১৪ ১৮:২৯:২৩ || আপডেট: ২০১৫-০৬-১৪ ১৮:২৯:২৩

Spread the love

ripon

আরটিএমনিউজ২৪ডটকম,ঢাকা: বাংলাদেশের আইনশৃঙ্খলার চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। দেশে জবাবদিহি’র সরকার না থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন নিম্নগামী হচ্ছে বলেও দলটির অভিযোগ।

 

আজ (রোববার) দুপুরে রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন দলের পক্ষ থেকে এ উদ্বেগের কথা জানান।

 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন প্রমুখ।

 

দলটির অভিযোগ, সরকারি দলের কর্মীরা অপরাধ করে পার পেয়ে যায় আর অন্য দলের কর্মীদের বিনা অপরাধে জেলে ঢোকানো হচ্ছে।

 

আসাদুজ্জামান রিপন বলেন ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটাই নিম্নগামী হয়েছে যে, একজন নারী পুলিশ সদস্যও গণধর্ষণ থেকে নিজেকে রক্ষা করতে পারেননি। আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, এ অপরাধ সংঘটিত হয়েছে তারই সহকর্মী পুলিশ সদস্যদের দ্বারা। এতেই প্রমাণ হয় দেশে আইনশৃঙ্খলার কতটা অবনতি ঘটেছে।’

 

রিপন বলেন, যারা আইনের সুরক্ষা দেবেন তারাই যখন অপরাধের হোতা  হয়ে ওঠে তখন নাগরিকদের হতাশ হওয়া ছাড়া কিছু করার থাকে না। এই ঘটনায় জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বিএনপি’র এ নেতা।

 

আসাদুজ্জামান আরো অভিযোগ করেন, ‘ আওয়ামী লীগের সাংসদ পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির ছোড়া গুলিতেই নিরীহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। এখন তাকে হত্যা মামলা থেকে আড়াল করার চেষ্টা  চলছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, কার হাতে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রিপন বলেন, ‘বর্তমান পরিস্থিতির জন্য ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচন দায়ী। জনগণের নির্বাচিত সরকার দেশে থাকলে এমনটি হতো না।’

 

 

 

Logo-orginal