, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

পদত্যাগ নাটকের পর ম্যানেজার সুজনই

প্রকাশ: ২০১৫-০৬-০৯ ০৯:৫৩:২৪ || আপডেট: ২০১৫-০৬-০৯ ০৯:৫৩:২৪

Spread the love

পদত্যাগ নাটকের পর ম্যানেজার সুজনই

 

আরটিএম চট্টগ্রামঃ ক দিন থেকেই গুঞ্জন দলের জন্য একজন পেশাদার ম্যানেজার নিয়োগ দেয়ার। এমনকি  বোর্ড মিটিংয়ে  সেটি করার সিদ্ধান্তও নেয়া হয়। স্থায়ী ম্যানেজার নিয়োগ হচ্ছে এমন শোনা গেলে তবে ভারত সিরিজের আগে তেমন কাউকে খুঁজে পায়নি বিসিবি। পেশাদার ম্যানেজার না থাকায় প্রতিটি সিরিজেই বাংলাদেশ দলের ম্যানেজার হন বিসিবির  কোন না কোন পরিচালক। সর্বশেষ কয়েকটি সিরিজে সুজনই ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। তিনি রাজি না থাকায় ভারতের বিপক্ষে হোম সিরিজে ম্যানেজার পাচ্ছিল না বিসিবি। কয়েকজন পরিচালককে বলা হলেও তারা অপারগতা প্রকাশ করেছেন ম্যানেজারের দায়িত্ব পালনে।  শেষ পর্যন্ত  সুজনই ম্যানেজার হতে রাজি হন।মানব্জমিন।

Logo-orginal