, মঙ্গলবার, ৭ মে ২০২৪

Avatar n_carcellar1957

বাউন্ডারি মারার পূর্বেই বিএনপি শেষ: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

প্রকাশ: ২০১৫-০৬-২৭ ১২:১৮:৩২ || আপডেট: ২০১৫-০৬-২৭ ১২:১৮:৩২

Spread the love

Mirsarai ctg monti photo 1

আরটিএমনিউজ২৪ডটকম, এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম): আমরা প্রথম প্রথম রক্ষনাত্মক ভঙ্গিতে খেলেছি। কোন রান নি নাই। কিন্তু বিএনপি যখন দেশে জ্বালাও পোড়াও শুরু করলো। মানুষ মারলো। আমরাও রান নেওয়া শুরু করলাম। তবে চার ছয় মারিনি। এর আগেই বিএনপি কুপোকাত হয়ে গেছে।

শুক্রবার ( ২৬) জুন বিকালে মিরসরাইয়ের হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামে বিদ্যুৎ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এসব কথা বলেন।

পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর পরিচালনা পরিষদের সভাপতি আলী আহচানের সভাপতিত্বে ও বারইয়ারহাট কলেজের সাবেক ভিপি নিজাম উদ্দিনের সঞ্চালনায় এতে অন্যানের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে অলী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মহি উদ্দিন রাশেদ, ডিজিএম এমাজুদ্দিন সরদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর করিব চৌধুরী, আওয়ামীলীগ নেতা মিজানূর রহমান, নাছির উদ্দিন হারুন, যুবলীগ নেতা কামরুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইমামুল ইসলাম লিটন প্রমুখ।

এসময় অবহেলিত ইসলামপুর গ্রামের ২২৯ পরিবারকে বিদ্যুতের নতুন সংযোগ দেয়া হয়।

আরটিএমনিউজ২৪ডটকম/এন এ কে
মন্ত্রী আরো বলেন, বিএনপি ২০০১ সালে ক্ষমতায় আসার পর লুটপাট চালিয়েছে। বিদ্যুতের খুটির কেনার নামে কোটি কোটি টাকা লন্ডন ও মালেশিয়ায় পাচার করেছে। কিন্তু সে টাকা সম্পূর্ণ ভোগ করে যেতে পারেনি খালেদা জিয়ার ছোট ছেলে কোকো। তার আগেই তার মৃত্যু হয়েছে। বড় ছেলে তারেক রহমানও দেশে ফিরে আসছে না। আসলে তারা দেশের জনগণকে ভয় পায়। আগামী ২০২১ সালের মধ্যে দেশের প্রত্যেকটি পরিবারে বিদ্যুৎ পৌছে যাবে।

Logo-orginal