, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

বাথরুমের দরজায় জাতীয় পতাকা অংকন: দুই শিক্ষক আটক

প্রকাশ: ২০১৫-০৬-০৯ ১২:১০:২৬ || আপডেট: ২০১৫-০৬-০৯ ১২:১১:০৩

Spread the love
 ঝিনাইদহ প্রতিনিধি,আরটিএমনিউজ২৪ডটকম
f604f30edb4566e9474e896901f52be9_M
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বামনগাছি সরকারী প্রথমিক বিদ্যালয়ের বাথরুমের দরজায় জাতীয় পতাকা অংকন করায় দুই স্কুল শিক্ষককে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলো উপজেলার নোয়ানিপাড়া বামনগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেকেন্দার আলী।
সোমবার রাতে তাদের আটক করা হয়। মহেশপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মালেক গাজী জানান, জামায়াত সমর্থিত নোয়ানিপাড়া বামনগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঐ ২ শিক্ষক ছাত্র/ছাত্রীদের ব্যবহারের জন্য নির্মিত ৪টি বাথরুমের দরজায় রং দিয়ে জাতীয় পতাকা অংকন করে যা বিধি সম্মত নয়।
এরই পরিপ্রেক্ষিতে তিনি স্থানীয় সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও শিক্ষা অফিসকে জানায়। অভিযোগ পাওয়ার পর মহেশপুর থানা পুলিশ সোমবার রাতে অভিযুক্ত দুই শিক্ষককে আটক করে। মহেশপুর থাানর ওসি সাহিদুল ইসলাম শাহীন শিক্ষককে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Logo-orginal