, সোমবার, ৬ মে ২০২৪

admin admin

ব্লগিংয়ে অপরাধ ঠেকাতে নতুন আইন : আইনমন্ত্রী

প্রকাশ: ২০১৫-০৬-০৯ ১৩:৫৬:৪০ || আপডেট: ২০১৫-০৬-০৯ ১৩:৫৬:৪০

Spread the love

ঢাকা প্রতিনিধি, আরটিএমনিউজ২৪ডটকম

news_img

ঢাকা: ব্লগিংয়ের মাধ্যমে বর্তমানে বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে নতুন আইন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

পাশাপাশি ২০০৬ সালের তথ্যপ্রযুক্তি আইন সংশোধন করে যুগোপযোগী করা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে লন্ডনভিত্তিক সংস্থা আরটিকেল নাইনটিন এর আয়োজনে তথ্যপ্রযুক্তি আইন-২০০৬ নিয়ে আলোচনাকালে এ তথ্য জানান তিনি।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘ব্লগার হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তথ্যপ্রযুক্তি আইন-২০০৬ সংশোধন বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘তথ্যপ্রযুক্তি আইন-২০০৬ এর ৪৬ ধারা এবং ৫৭ ধারা সংশোধন করে আইনটি যুগোপযোগী করা হবে। আইনের ৪৬ ধারায় কম্পিউটার রিসোর্স ব্যবহার করে বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করার অপপ্রয়াস ঠেকানোর কথা বলা হয়েছে।’

উল্লেখ্য, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগোযোগমাধ্যমে হুমকির পর অভিজিৎসহ ৪ জন ব্লগার ও লেখককে হত্যা করে দুর্বৃত্তরা।

Logo-orginal