, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

মুক্তি পেল জার্মানে আটক আল জাজিরার সাংবাদিক মনসুর

প্রকাশ: ২০১৫-০৬-২৩ ১০:২৭:১০ || আপডেট: ২০১৫-০৬-২৩ ১০:২৭:১০

Spread the love

aljajira

আরটিএমনিউজ২৪ডটকম, ইন্টা. ডেস্ক:  জার্মানের বার্লিন বিমানবন্দরে আটক হওয়া কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার আরব বিশ্বের প্রভাবশালী সাংবাদিক আহমদ মনসুর মুক্তি পেয়েছেন।
মিশরের অনুরোধে বার্লিন বিমানবন্দরে তাকে জার্মান পুলিশ আটক করেছিল।

সোমবার জার্মানের একটি আদালত তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। মুক্তির পর মনসুর তার আইনজীবী ও সমর্থকদেরকে ধন্যবাদ জানিয়েছেন।

আরবী ভাষায় মনসুর বলেন, আমি জার্মানের সৎ ও সম্মানীত বিচারকদের ধন্যবাদ জানাই।

মনসুর আরো বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে থাকা আমার সমর্থকদেরকেও আমি ধন্যবাদ জানাই, যারা গত দিনগুলোতে আমার পাশে ছিলেন। এরপর মনসুর বলেন, আমি মুক্ত, আমি মুক্ত, আমি মুক্ত।

সূত্র : আল জাজিরা

আরটিএমনিউজ২৪ডটকম/ এ এইচ বি

Logo-orginal