, শনিবার, ৪ মে ২০২৪

admin admin

মোদির মুখে প্রশংসা শুনে সাকিবের বার্তা

প্রকাশ: ২০১৫-০৬-০৯ ০৯:৪০:৫২ || আপডেট: ২০১৫-০৬-১০ ১৫:৩২:১৩

Spread the love

আরটিএম চট্টগ্রামঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদায়ী ভাষণে নিজের নাম শুনে বিহ্বলতা প্রকাশ করলেন ক্রিকেট তারকা সাকিব আল হাসান। গর্বিত সাকিব আল হাসান ফেসবুক বার্তায় বলেন, বিষয়টি বলতে আমার খুশির অন্ত নেই যে, গতকাল ভারতের মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে আমার নাম মুখে নিলেন। অবশ্যই এটি আমার জন্য বিরাট গর্বের এক মুহূর্ত। আমি মনে করি, সবার দোয়া আশীর্বাদের কারণেই এমন শীর্ষ পর্যায়ে আমার নাম, উঠতে শুনলাম।

এটি আমার নিজের ও আমার খেলোয়াড়ি ক্যারিয়ারে অনেক বড় অনুপ্রেরণা যোগাবে। আমি সবার কাছে দোয়া চাইছি, ভবিষ্যতে যেন দেশের মুখ আরও উজ্জ্বল করতে পারি। রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিদায়ী ভাষণে সফরকারী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের ক্রিকেটের প্রশংসা করেন। এতে সাকিব আল হাসানের উদাহরণ টানেন বিশ্ব রাজনীতির প্রভাবশালী এ প্রধানমন্ত্রী। বাংলাদেশের নারী উন্নয়নের উদাহরণ দিতে এ সময় নরেন্দ্র মোদির মুখে উঠে আসে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের তারকা সালমা খাতুনের নাম। এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশংসা করেন বাংলাদেশের দুই নারী এভারেস্টজয়ী ওয়াসফিয়া নাজনিন ও নিশাত মজুমদারেরও। মানব্জমিন।

Logo-orginal