, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

মিরসরাইয়ে উপজাতি পাড়ায় সন্ত্রাসী হামলা: আহত ১০

প্রকাশ: ২০১৫-০৬-২২ ১৩:৪৮:৪৫ || আপডেট: ২০১৫-০৬-২২ ১৪:০৬:২০

Spread the love

mirsori upojati para 000 copy

আরটিএমনিউজ২৪ডটকম,এম মাঈন উদ্দিন, মিরসরাই: মিরসরাইয়ের রবিবার (২১ জুন) সকালে মিরসরাই সদর ইউনিয়নের মধ্যম তালবাড়িয়ার রিজার্ভ পাড়ায় ত্রিপুরা উপজাতি  উপর এ হামালার ঘটনা ঘটেছে। এসময় ৫ উপজাতি নারীসহ ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।। হামলাকারীরা কয়েকজন উপজাতি নারীর শ্লীলতাহানী করেছে বলেও জানান উপজাতিরা।

মিরসরাইয়ের মধ্যম তালবাড়ীয়া উপজাতি ত্রিপুরা পাড়ার সন্ধ্যা রাণী ত্রিপুরা (৫০), নিরাবতি ত্রিপুরা (৪৫), আনন্দ ত্রিপুরা (৩৮) গতকাল রবিবার (২১ জুন) স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, পাশ্ববর্তি এলাকার প্রভাবশালী মামুন, সোহাগ, আলাউদ্দিন, তুষারসহ একদল লোক (উপজাতি) বাড়ীর পাশ্ববর্তি সরকারি জমিতে বাগানের গাছপালা কেটে দখল করতে আসে।

এতে বাধা দিতে গেলে তারা অতর্কিত হামলা চালায় উপজাতি মহিলাদের উপর। এ ঘটনায় নিরাপতি ত্রিপুরা (৪৫), সন্ধ্যা রাণী ত্রিপুরা (৫০), পুস্পবালা ত্রিপুরা (৩৪), চন্দ্রাবতি ত্রিপুরা (৩২), নবতি ত্রিপুরা ((৩৫) সহ অন্তঃত ১০ শিশু ও মহিলা আহত হয়। এসময় হামলাকারীরা নিরাপতি ত্রিপুরার শ্লীলতাহানীর চেষ্টা করে বলেও অভিযোগে জানা যায়। নিরাবতি ত্রিপুরা তার ছেড়া ব্লাউজ ও পিঠের উপর আছড়ের দাগ দেখান সাংবাদিকদের।

উক্ত ঘটনার পর উপজাতিরা স্থানীয় ৯নং মিরসরাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ চৌধুরীর কাছে বিচারের দাবীতে গেলে চেয়ারম্যান তাদের থানায় অভিযোগ দেয়ার পরামর্শ দেন। আবার এই বিষয়ে মিরসরাই থানার জ্যোষ্ঠ পুলিশ কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন,  এখনো কেই অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ নিয়ে এলে আমরা ঘনটা তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

আরটিএমনিউজ২৪ডটকম/এন ন কে

Logo-orginal