, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

Avatar Arfat

ডা. জাফরুল্লাহর আপিল শুনানি সোমবার

প্রকাশ: ২০১৫-০৭-২৬ ১৫:৫৩:৫৯ || আপডেট: ২০১৫-০৭-২৬ ১৫:৫৩:৫৯

Spread the love

Dr.+Jafarullah

আরটিএমনিউজ২৪ডটকম, ঢাকাআদালত অবমাননার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জরিমানার আদেশ বাতিলে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর আপিল আবেদনের শুনানির দিন পিছিয়ে আগামীকাল সোমবার (২৭ জুলাই) পুনর্নির্ধারণ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ রোববার আবেদনকারীর আইনজীবীর সময়ের আবেদনের প্রেক্ষিতে এ দিন ধার্য করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৪ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। শুনানি পেছাতে সময়ের এ আবেদন জানান জাফরুল্লাহ চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।

ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে গত ১৬ জুন চেম্বার জজ আদালতে আবেদন করেন জাফরুল্লাহ চৌধুরী। আবেদনটি গ্রহণ করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়ে ৫ জুলাই পর্যন্ত জরিমানার আদেশ স্থগিত করেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত।

৫ জুলাই আবেদনের শুনানির দিন ধার্য ছিল। তবে গত ১৩ জুলাই কার্যতালিকায় এলে শুনানি পেছানোর আবেদন জানান জাফরুল্লাহ চৌধুরীর আইনজীবী। এর প্রেক্ষিতে আজ রোববার শুনানির দিন ধার্য করা হয়েছিল।

গত ১০ জুন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আদালত অবমাননার দায়ে এক ঘণ্টার কারাদণ্ড (এজলাসকক্ষে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা) এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডাদেশ দেন জাফরুল্লাহ চৌধুরীকে।

 

 

আরটিএমনিউজ২৪ডটকম/ এ এইচ বি

Logo-orginal