, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

পরাজয়ের পর যা বললেন মাশরাফি

প্রকাশ: ২০১৫-০৭-১১ ২০:৪১:০৮ || আপডেট: ২০১৫-০৭-১১ ২০:৪৫:০৩

Spread the love

Mashrafe

আরটিএমনিউজ২৪ডটকম ডেস্ক: পাকিস্তান ও ভারতের বিপক্ষের ওয়ানডে সিরিজ ছিল ঠিক স্বপ্নলোকের কল্পনার মতো। সেই স্বপ্নলোকে ছেদ ঘটিয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ জিতে নেওয়ার পর প্রথম ওয়ানডেতেও বাংলাদেশকে হারিয়েছে সফরকারীরা।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিকে শুক্রবার বাংলাদেশ হার মানে ৮ উইকেটের বড় ব্যবধানে। যা ছিল পাকিস্তান-ভারত সিরিজের পর টানা তৃতীয় হার। অবশ্য ভারতের বিপক্ষে শেষ ম্যাচের হারটি ধরলে এটা ছিল বাংলাদেশের চতুর্থ হার। শুক্রবার ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। জানিয়েছেন স্কোরবোর্ডে দুই শতাধিক রান জমা করতে পারলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত। টস জিতে আগে ব্যাটিং নেওয়ার কারণও উল্লেখ করেন তিনি।

মাশরাফি বলেন, ‘আমরা কমপক্ষে ২০০ রান করতে পারতাম। হয়তো ২২০ রানও হতে পারত। সেক্ষেত্রে ম্যাচের ফল ভিন্ন হতে পারত। কিন্তু আমরা নিয়মিত উইকেট হারিয়েছি। প্রতিপক্ষের কেউ যদি হ্যাটট্রিক করে ফেলে সেক্ষেত্রে আপনি স্বভাবিকভাবেই পিছিয়ে পড়বেন।’

পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর বিষয়ে বাংলাদেশের দলপতি বলেন, ‘আজকে উইকেট কিছুটা ভালো ছিল। আমরা সে বিষয়ে অজুহাত দিতে চাই না। আমাদের আসলে পরবর্তী ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ানো দরকার।’

টস জিতে আগে ব্যাটিং নেওয়ার বিষয়ে মাশরাফি বলেন, ‘এই উইকেটে টস জিতে যে কেউ ব্যাটিং নিবে। ব্যাট করার জন্য উইকেটটা বেশ ভালো ছিল। আসলে আমরা ভালো ব্যাট করতে পারিনি।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রোববার মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। এখন দেখার বিষয় সেই ওয়ানডেতে কিভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
আরটিএমনিউজ২৪ডটকম/এ কে

Logo-orginal