, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

বাল্য বিয়ের দায়ে কনের পিতার কারাদণ্ড

প্রকাশ: ২০১৫-০৭-২৭ ১৫:৩১:৫৬ || আপডেট: ২০১৫-০৭-২৭ ১৫:৩১:৫৬

Spread the love
lal
আরটিএমনিউজ২৪ডটকম, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী গ্রামে বাল্য বিয়ের দায়ে কনের পিতার ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার রাতে এ কারাদণ্ড প্রদান করে আদালত ।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন সরকার জানান, ওই গ্রামের সামসুল হক তার মেয়ে দশম শ্রেণির ছাত্রী শাহিনা আক্তারের বিয়ের অয়োজন করছিল।  খবর পেয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবর রহমান অভিযান চালায়। এ সময় কনের বাল্য বিয়ের দায়ে পিতা শামসুল হককে আটক করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত বাল্য বিয়ের জন্য তাকে অভিযুক্ত করে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।

সোমবার সকালে দণ্ডপ্রাপ্ত সামসুল হককে লালমনিরহাট জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

Logo-orginal