, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

বাসের ধাক্কায় সাপ্তাহিক চলতি পত্রের নির্বাহী পরিচালক নিহত

প্রকাশ: ২০১৫-০৭-২০ ১৬:২৩:৩২ || আপডেট: ২০১৫-০৭-২০ ১৬:২৩:৩২

Spread the love

আরটিএমনিউজ২৪ডটকম,পাবনাঃ পাবনায় বাসের ধাক্কায় ঢাকার বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী ও চার্টাড একাউনটেন্ট বদরুল আলম আলো নিহত হয়েছেন। নিহত আলো ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক চলতি পত্রের নির্বাহী পরিচালক ছিলেন।

এ ঘটনায় আলোর মা ও তার গাড়িচালক গুরুতর আহত হয়েছেন। রোব্বার রাতে পাবনা-ঢাকা মহাসড়কের গাংহাটি নামক স্থানে এ ঘটনা ঘটে।

পাবনার পুলিশ সুপার মো: আলমগীর কবির জানান, রোববার রাতে ঈশ্বরদী থেকে একটি বিয়ের অনুষ্ঠান সেরে বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক মীর বদরুল আলম আলো (৪৭) তার মাসহ কাশীনাথপুরের গ্রামের বাড়ি ফিরছিলেন।

রাত সাড়ে ৭টার দিকে ভারি বৃষ্টির সময় পাবনা নগরবাড়ী মহাসড়কের গাংগহাটি ক্লাবের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি চলন্ত বাস তাদের গাড়িটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই আলো মারা যান। গুরুতর অবস্থায় আলোর মা মীর খুকি খাতুন (৭০) ও তার গাড়ীর ড্রাইভার শহীদকে (৩০) পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসরা জানিয়েছেন।

মীর বদরুল আলম আলো সাঁিথয়া উপজেলার হুইখালী গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিক মরহুম মীর মোহাম্মদ আলী ওরফে হারান মীরের একমাত্র ছেলে।

তিনি ঢাকায় আদর্শ বিল্ডার্স লিমিটেড নামক একটি ডেভলপার ও রিয়েল এেেষ্টট ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক। এছাড়া সাপ্তাহিক চলতি পত্রের নির্বাহী পরিচালক ছিলেন।

আরটিএমনিউজ২৪ডটকম/এ কে

Logo-orginal