, সোমবার, ৬ মে ২০২৪

admin admin

ভূমি বিল নিয়ে রাহুল গান্ধীর হুঁশিয়ারি: এক ইঞ্চি জমিও দেয়া হবে না

প্রকাশ: ২০১৫-০৭-১৮ ১৪:২০:১৭ || আপডেট: ২০১৫-০৭-১৮ ১৪:২০:১৭

Spread the love

আরটিএমনিউজ২৪ডটকম,ডেস্ক: কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন,‘সংসদে ভূমি অধিগ্রহণ বিল পাস হতে দেব না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, মোদিজির ৫৬ ইঞ্চি বুকের ছাতি ৫.৬ ইঞ্চি হয়ে যাবে। এক ইঞ্চি জমিও দেয়া হবে না।

আজ(শুক্রবার) রাজস্থানের জয়পুরে দলীয় এক সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

কংগ্রেসের এই নেতা বলেন, ‘ভূমি অধিগ্রহণ বিল পাস না হতে দেয়ার কথা দেশের মানুষের । ভারতের কৃষক, কংগ্রেস এবং আমাদের জনতা ৫৬ ইঞ্চি বুকের ছাতিকে ৫.৬ ইঞ্চি ছাতিতে পরিণত করে দেবে।

কয়েকদিন আগে মোদির নাম না করে কংগ্রেস মুখপাত্র মীম আফজালও ৫৬ ইঞ্চি বুকের ছাতি নিয়ে কটাক্ষ করেছিলেন। পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘যারা ৫৬ ইঞ্চি বুকের ছাতি বলে ঘোষণা করে ক্ষমতায় এসেছিল, পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছিল তারা সম্পূর্ণ ব্যর্থ বলে প্রমাণিত হয়েছে। কোনও কড়া ব্যবস্থাই নিতে পারেনি এই সরকার।’

রাহুল গান্ধী ক্ষমতাসীন বিজেপি সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘রাজস্থান সরকারের রিমোর্ট কন্ট্রোল লন্ডনে রয়েছে। রাজস্থানে বিজেপি সরকার বা বসুন্ধরার সরকার নেই, এখানে ললিত মোদির সরকার রয়েছে।’

প্রসঙ্গত, ইন্ডিয়ান প্রিমিয়র লিগ বা আইপিএল-এর সাবেক চেয়ারম্যান তথা কোটি কোটি টাকার কেলেঙ্কারিতে অভিযুক্ত পলাতক ললিত মোদি এখন লন্ডনে রয়েছেন। তাকে বিভিন্ন সময়ে রাজস্থানের বিজেপি মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সাহায্য করেছেন এমনকি তার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে বলে কংগ্রেসের পক্ষ থেকে জোরালো দাবি করা হয়েছে।

রাহুল গান্ধী দুর্নীতি বন্ধ প্রসঙ্গে মোদির উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রীর স্লোগান ছিল- ‘নিজে খাব না, কাউকে খেতেও দেব না’। তাহলে এবার ললিত মোদিকে লন্ডন থেকে ফিরে আসতে বলুন।’

বিজেপি শাসিত যেসব রাজ্যে এরইমধ্যে কেলেঙ্কারির অভিযোগ উঠেছে তা নিয়ে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, ‘ছত্তিশগড়ে ধান সরকার, মধ্যপ্রদেশে ‘ব্যাপম’ সরকার, মহারাষ্ট্রে মুণ্ডে সরকার এবং রাজস্থানে ললিত মোদি সরকার রয়েছে।

ছত্তিশগড়ের বিজেপি মুখ্যমন্ত্রী রমন সিংয়ের বিরুদ্ধে চাল নিয়ে দুর্নীতি, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ব্যবসায়িক পরীক্ষা মণ্ডল বা ‘ব্যাপম’ কেলেঙ্কারি, মহারাষ্ট্রের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী পঙ্কজা মুন্ডের বিরুদ্ধে ই-টেন্ডার ছাড়াই বরাত দেয়া নিয়ে দুর্নীতির অভিযোগ, রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের বিরুদ্ধে ললিত মোদিকে সাহায্য করা ও তার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থাকার অভিযোগ উঠেছে।#

রেডিও তেহরান/আরটিএমনিউজ২৪ডটকম/এ কে

Logo-orginal