, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

রাজন হত্যার প্রতিবাদে মুশফিক

প্রকাশ: ২০১৫-০৭-১৩ ১৬:২৪:৩৩ || আপডেট: ২০১৫-০৭-১৩ ১৬:২৪:৩৩

Spread the love
mushfiq20150713161848
 আরটিএমনিউজ২৪ডটকম ডেস্ক: শিশু রাজনকে পিটিয়ে হত্যার পর শিশু নির্যাতনের বিরুদ্ধে স্লোগান তুলেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ফেইসবুক ফ্যান পেইজে ‘সে নো টু চাইল্ড অ্যাবিউস’ লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকা ছবি আপলোড করেন এই দেশসেরা ব্যাটসম্যান।

ছবি আপলোড করার পর সেখানে লেখেন ‘একটি নিষ্পাপ শিশুকে নির্যাতন করে মেরে ফেলার মতো বড় অপরাধ মনে হয় আর নেই। শিশু নির্যাতনকে না বলুন!’

মুশফিকের এই ছবি ইতমধ্যেই মাহমুদউল্লাহ, মুমিনুল হকদের ফেইসবুক ফ্যান পেইজ সহ প্রায় আড়াই হাজার শেয়ার হয়েছে।

গত বুধবার সকালে চোর সন্দেহে ১৩ বছরের রাজনকে পিটিয়ে হত্যা করা হয়।

Logo-orginal