, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

রাজন হত্যা: আলীকেও ধরিয়ে দিল জনতা

প্রকাশ: ২০১৫-০৭-১৭ ১৪:৪২:৫০ || আপডেট: ২০১৫-০৭-১৭ ১৪:৪৩:১১

Spread the love

150712111655_bd_child_torture_rajan_640x360_youtube_nocredit

 আরটিএমনিউজ২৪ডটকম, ঢাকা: সিলেটে আলোচিত শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার তালিকাভুক্ত সর্বশেষ আসামি আলী হায়দারকে (৩৭) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

 

 

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকের সিলেট সদর উপজেলার শেখপাড়া এলাকা থেকে জনতা আটক করে পুলিশে দেয়।

 

 

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

এ মামলার তালিকাভুক্ত চার আসামির মধ্যে একমাত্র আলীই গ্রেপ্তার হওয়ার বাকি ছিলেন।

 

 

এর আগে এ ঘটনার তালিকাভুক্ত আসামি কামরুল ইসলামকে সৌদি আরব থেকে প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় গ্রেপ্তর করা হয়। অন্য দুজনের মধ্যে মুহিতকে স্থানীয়রা প্রথমদিনেই আটক করে আর চৌকিদার ময়নাকে এলাকাবাসী ও তার মায়ের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়।

 

 

প্রসঙ্গত, গত ৮ জুলাই সিলেট শহরতলির কুমারগাঁও বাসস্ট্যান্ডে প্রকাশ্যে রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। এ সময় নির্যাতনের ভিডিওচিত্রও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়া হয়। লাশ গুম করার সময় স্থানীয় লোকজন হাতেনাতে আটক করেন সিলেট সদর উপজেলার শেখপাড়া গ্রামের বাসিন্দা মুহিত আলমকে। পরে মুহিতকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় মুহিত, তার ভাই কামরুল ইসলাম, আলী হায়দার ও স্থানীয় চৌকিদার ময়না মিয়া লালকে আসামি করে হত্যা মামলা করেন রাজনের বাবা।

 

 

আরটিএমনিউজ২৪ডটকম/এন এ কে

 

Logo-orginal