, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

Avatar n_carcellar1957

রাশিয়া মার্কিন নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি

প্রকাশ: ২০১৫-০৭-০৯ ১২:২৬:৫৯ || আপডেট: ২০১৫-০৭-০৯ ১২:২৬:৫৯

Spread the love
আরটিএমনিউজ২৪ডটকম ইন্টাঃ ডেস্ক : রাশিয়া যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য বড় হুমকি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর সেক্রেটারি দেবোরাহ জেমস। তিনি বলেন, এজন্য ইউরোপে ন্যাটো বাহিনীর সঙ্গে  মার্কিন সেনার সংখ্যা আরো বাড়াতে হবে। বুধবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

দেবোরাহ জেমস বলেন, আমি মনে করি রাশিয়া যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য বড় হুমকি। এছাড়া যুক্তরাষ্ট্র সবসময় রাশিয়ার যেকোনো ঝামেলার যথাযথ জবাব দিয়েছে। ইউরোপে এফ-১৬ স্কোয়াড্রন সেনাদের সংখ্যা আরো বাড়ানো হবে বলেও তিনি জানান।

তিনি বলেন, রাশিয়ার সঙ্গে এসব ঝামেলার সমাধানে পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। জেমস হতাশা প্রকাশ করে বলেন, ন্যাটো জোটে ২৮টি সদস্য দেশ রয়েছে। কিন্তু এদের মধ্যে মাত্র ন্যাটোর চার সদস্য সামরিক খাতে সীমিত পরিমাণ ব্যয় করে থাকে।
আরটিএমনিউজ২৪ডটকম/এন এ কে

Logo-orginal