, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

Avatar Arfat

রায়ে প্রত্যাশা পূরণ হয়েছে: অ্যাটর্নি, রিভিউ আবেদন করব: খন্দকার মাহবুব

প্রকাশ: ২০১৫-০৭-২৯ ১০:৪৩:৩৬ || আপডেট: ২০১৫-০৭-২৯ ১০:৪৩:৩৬

Spread the love

ননননন

আরটিএমনিউজ২৪ডটকম, ঢাকাএকাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর চূড়ান্ত রায়েও মৃত্যুদণ্ড বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।

বুধবার সকালে রায়ের পর প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এই সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘এই রায়ই কাঙ্ক্ষিত ছিল। রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে।’

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে সালাহউদ্দিন কাদের চৌধুরীর ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বুধবার বহাল রাখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

 

 

অন্যদিকে, চূড়ান্ত রায়ের কপি পাওয়ার পর অবশ্যই রিভিউর (পুনর্বিবেচনার) আবেদন করবেন বলে জানিয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

 

বুধবার সালাউদ্দিন কাদেরের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের চূড়ান্ত রায় ঘোষণার পর পরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বুধবার সকালে এ কথা জানান এডভোকেট মাহবুবু হোসেন।

 

তিনি বলেন, রায়ের কপি হাতে পেলে অবশ্যই রায়ের বিরুদ্ধে রিভিউর আবেদন করব। আশা করি রিভিউতে সালাউদ্দিন কাদের চৌধুরী ন্যায় বিচার পাবেন।

 

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে যেসব সাক্ষ্য দেওয়া হয়েছে, তা অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

 

 

আরটিএমনিউজ২৪ডটকম/ এ এইচ বি

Logo-orginal