, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

শিশু রাজনের নির্মম হত্যাকারী কামরুলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশ: ২০১৫-০৭-১৩ ০১:২৯:৩২ || আপডেট: ২০১৫-০৭-১৩ ০১:৩১:৫৬

Spread the love

image
আরটিএমনিউজ২৪ডটকম,সিলেট: সিলেটে শিশু রাজন হত্যার নির্মমতায় পুরো হতবাক দেশ, তোলপাড় সোশ্যাল মিডিয়ায় ।
ধিক্কার জানাতে থাকে সব মহল, নড়েচড়ে উঠে স্থানীয় প্রশাসন ।

শিশু শেখ সামিউল আলম রাজন (১৪) হত্যার ঘটনায় জড়িত সৌদি আরব প্রবাসী কামরুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে পুলিশ।

রাজনকে নির্মমভাকে নির্যাতন করার ভিডিওচিত্র দেখে কামরুলের সংশ্লিষ্টতা নিশ্চিত হয়ে রোববার বিকেলে পুলিশ এ নিষেধাজ্ঞা আরোপ করে।

সিলেট মহানগরীর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা ঢাকাস্থ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কামরুলের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা চেয়ে বেতারবার্তা ও চিঠি দিয়েছি।

এছাড়া, রবিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে রাজন হত্যা মামলার প্রধান আসামি মুহিত আলমের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।

আদালতের বিচারক ফারহানা ইয়াসমিন সোমবার রিমান্ড আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

শিশুটিকে নির্যাতন করে খুনের ঘটনায় জড়িত অন্যদের নামও প্রকাশ করেছেন গ্রেফতারকৃত মুহিত আলম।

জড়িতরা হলেন- মুহিতের ভাই সৌদি প্রবাসী কামরুল ইসলাম, তাদের সহযোগী আলী হায়দার ওরফে আলী ও চৌকিদার ময়না মিয়া ওরফে বড় ময়না।

আরটিএমনিউজ২৪ডটকম/এ কে

Logo-orginal