, সোমবার, ৬ মে ২০২৪

admin admin

সকলের সম্মিলিত সাহায্যে জাবের পেতে পারে নতুন জীবন

প্রকাশ: ২০১৫-০৭-২৮ ০০:৪৪:৫০ || আপডেট: ২০১৫-০৭-২৮ ০০:৪৮:১৪

Spread the love

image
মুহাম্মাদ জাকারিয়া চৌধুরী, আরটিএমনিউজ২৪ডটকম,পটিয়া: মানুষ মানুষের জন্য
সকলের সম্মিলিত সাহায্যে জাবের পেতে পারে
নতুন জীবন !

মানবতার উজ্জল দৃষ্টান্ত হতে আমাদের সহযোগিতা,
এক লক্ষ মানুষ যদি ১০ টাকা করে সাহায্যে করে, দশ লক্ষ টাকা হবে, ঐ টাকাই হবে একজন মানুষের জন্য আলোর প্রদীপ,
থেমে যাবে সব গ্লানি, হাসি ফুটবে অসহায়ের মুখে, আল্লাহ-তায়াল দেবে অশেষ বরকত, যার ওয়াদা করা হয়েছে আল কুরআনে ।

image

আসুন পাশে দাড়ায় আবু জাবেরের । আপনি এগিয়ে আসুন, আপনার বন্ধুকে এগিয়ে আসতে অনুরোধ করুন ।

মুহাম্মদ আবু জাবের। সদালাপী, মৃদুভাষী ও প্রাণোচ্ছ্বল এক তরুণ।
কিন্তু হঠাৎ জিবিএস (Guillain-Barre Syndrome) নামক এক প্রাণঘাতি ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি এখন শয্যাশায়ী।

image
বড়ই অসময়ে, মাত্র ২৭ বছর বয়সে মারাত্মক এক ব্যাধি ঘায়েল করেছে তাকে। বর্তমানে তার ঠিকানা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে।

গত ১৭ জুলাই থেকে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

সাধারণত এই ভাইরাস সাত দিনে আক্রান্ত করলেও জাবেরকে মাত্র তিনদিনে আক্রান্ত করে। ফলে নিজে কিছু বুঝে উঠার আগেই শরীরের বাসা বাঁধে এই ভাইরাস।

কিন্তু যখন চিকিৎসকের কাছে যান তখনই জরুরি ভিত্তিতে তার শরীরে আইসিইউ সাপোর্ট প্রয়োজন বলে জানান চিকিৎসক। এর পর থেকেই তার জন্য প্রতিনিয়ত প্রয়োজন হচ্ছে ওষুধ ও ডায়াগনসিস। চিকিৎসকের পরামর্শে তার এখন দরকার ব্যয়বহুল একটি ইঞ্জেকশন। সর্বসাকুল্যে দরকার প্রায় ২৫ লক্ষ টাকা।

পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের চাপড়ী গ্রামের মধ্যবিত্ত পরিবারের সন্তান জাবের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। কিন্তু জিবিএস ভাইরাসের মত একটি ঘাতক ব্যাধির চিকিৎসা দীর্ঘমেয়াদী ও যথেষ্ট ব্যয় বহুল।

যা তার পরিবারের একার পক্ষে অসম্ভব। তাই প্রাণোচ্ছ্বল এই তরুণের প্রাণ ফিরে পেতে চলছে প্রাণপণ চেষ্টা। তবে এতে দরকার সকলের আর্থিক ও আন্তরিক সহযোগিতা এবং দোয়া।

আর্থিক সহযোগিতার ঠিকানা- আবদুল আজিজ, একাউন্ট নং ০০১০১৩৪০০৪০৬৫, ন্যাশনাল ব্যাংক, আন্দরকিল্লা শাখা, চট্টগ্রাম।

চিকিৎসকদের দেয়া তথ্য মতে, পৃথিবীর খুব কম লোকেরই এই রোগ হয়। প্রতি এক লাখে ৫ জন আক্রান্ত হয়। সাধারণত জিবিএস ভাইরাস আক্রান্ত করতে সাতদিন পর্যন্ত সময় লাগে। এই রোগে আক্রান্তদের মধ্যে শতকরা ১০ ভাগ মানুষ সারাজীবনের জন্য পঙ্গু হয়ে যায়। আর সঠিক চিকিৎসা পেলে ৯০ শতাংশ রোগীকে সুস্থ করে তোলা সম্ভব হয়।

জিবিএস ভাইরাসে আক্রান্ত হলে প্রাথমিক অবস্থায় শরীরে জ্বর জ্বর অনুভূত ও শরীর দুর্বল হয়। এরপর পর্যায়ক্রমে হাত-পা অবশ হয়ে যায়। এক সময় সারা শরীর অবশ হয়ে গিয়ে শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হয়।
ফোন: বদিউল আলম: ০১৮১৯-৬১৩৮৯৬, রেজা মুজাম্মেল: ০১৮১৭-৭১১৭২৬,

আরটিএমনিউজ২৪ডটকম/ এ কে

Logo-orginal